মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোঃ আদম আলী প্রকাশিত: 11:47 PM, February 5, 2021 চন্দনাইশ প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস কর্তৃক ‘মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন জাতিসংঘ মেডেল ও সনদপ্রাপ্ত শান্তিরক্ষী দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আদম আলী। গত শনিবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ভি.আই.পি মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ”অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী। সংগঠনটির চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনিরের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট সামশুল হক টুকু এম.পি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস উপদেষ্টা কর্ণেল (অব.) আশরাফ আলদ্বীন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা এডিশনাল এস.পি কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম, চিত্রনায়িকা কামরুন নাহার শাহনুর প্রমূখ। SHARES আইন আদালত বিষয়: