জামিজুরী শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের ৩য় তম বাৎসরিক উৎসব উপলক্ষে ধর্মীয় গীতাপাঠ অনুষ্ঠিত প্রকাশিত: 11:15 PM, February 5, 2021 চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরীর ওমান প্রবাসী বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক পলাশ শীলের পিতা শ্রীযুক্ত বৃখধর শীলের বাড়ীতে ৫ ফেব্রুয়ারি বাৎসরিক শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম এর ৩য় তম বাৎসরিক উৎসব উপলক্ষে ধর্মীয় গীতাপাঠ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে । এতে গীতাপাঠ করেন পন্ডিত গৌতম চক্রবর্তী ও তার সঙ্গীরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন , বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মীয় সাংস্কৃতিক ,ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীযুক্ত বাবু বৃখধর শীল , রাজীব শীল,রুবেল শীল। এতে আরও উপস্থিত ছিলেন, চিন্টু শীল,সুজন শীল,মিশন শীল প্রমুখ। SHARES ধর্ম বিষয়: