কৃষকপুত্র প্রকাশিত: 7:24 PM, November 17, 2020 কবিতা- কৃষকপুত্র লেখকঃ মোঃ হোসাইন জাকের দিগন্তজোড়া ফসলের মাঠ, অভিরাম মাঠের পরে মাঠ, সোনালি ধানের মাঠ। কৃষক আপন মনে কাটে ধান, ভালবাসা আর ভাল লাগানো গান, সুরে সুরে মন করে আনচান। আঁধার রাতে আলো জ্বলে, জোনাকিরা এলো বলে, বালিকারা বাঁধছে জোট কোলাহলে। কৃষকপুত্র গোলাবাড়ির পাশে, দাঁড়িয়ে আছে কখন প্রেয়সী এসে, হাত ধরে বলবে কথা ভালবেসে। গভীর রাত্রে সাগরের গর্জন শুনে, ভেঙ্গে যায় ঘুম নববধুর নিদ্রাসনে, একটানা ডাকছে কুকুরটি অকারণে। করিম মাঝি হাঁক মেরে যায়, কান পাতলে শোনা যায়, অজানা ভয় বহে শিরায় শিরায়। SHARES সাহিত্য বিষয়: