কে হে! প্রকাশিত: 8:51 PM, October 5, 2020 কে হে! উম্মে কুলসুম নীলিমা তুমি কে হে! তোমার জন্য আছি বেঁচে, যদি তুমি নাই ছিলে, কোথা থেকে তুমি এলে। শত রক্ত দিয়েছে তোমার প্রাণে মা বলে তোমায় জেনে, তোমায় মারতে চেয়েছিল একদল চিল। তবু পারেনি,তোমার ছেলেদের এ কেমন মিল। তোমায় দেখেছি একবার নয় বহুবার, দেখে,মনে বাজে যেন গিটারের তার। এ কেমন তোমার রূপ, সদা সর্বদা নিস্চুপ। রূপ তোমার চোখ ঝলকানো, জুরায় আমার হিয়া,মন,প্রাণো, দিয়েছ আমায় ফল,ফুল। আর নদীর দুটো কূল, তুমি শুধু বার আউলিয়ার ফুল। সৃষ্টি তুমি সৃষ্টিকর্তা আল্লাহ্ তাআলার, তাই রূপ তোমার হবে না শেষ। আর কেউ নয় তুমি হলে, বাংলাদেশ। SHARES সাহিত্য বিষয়: