পথশিশু প্রকাশিত: 9:39 PM, September 30, 2020 পথশিশু জান্নাতুল ফেরদৌস পথ চলতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়েছি, কোনো এক ক্ষুধার্ত পথশিশুর আর্তনাদ শুনে। শীর্ণ দেহ খানি তার নেই বস্ত্রে ঢাকা, খালি উদরে সে বারবার করছে একমুঠো অন্নের আহাজারি। কত বিত্তবান তাকে পাশ কাটিয়ে যায় চলে! কত মানবাধিকার কর্মী তার চারপাশে! কিন্তু তাদের কর্ণে পৌঁছায় না ক্ষুধার্ত পথশিশুর কান্নার ধ্বনি, তাদের পাষাণ হৃদয়ে থাকে না কোনো মমতা প্রীতি, দেয় না সাহায্যের হাত বাড়িয়ে, দেয় না একমুঠো অন্ন তুলপ পথ শিশুর প্রতি। SHARES সাহিত্য বিষয়: