আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট প্রকাশিত: 9:41 PM, September 2, 2020 আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন স্পটে কিছু অসাধু ব্যবসায়ী কতৃক অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়। ২রা সেপ্টেম্বর (বুধবার) উপজেলার শঙ্খ নদীর কোস্ট গার্ড এলাকা হতে তৈলারদ্বীপ সেতুর এলাকা পর্যন্ত বিভিন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। আনোয়ারা থানা ও কোষ্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান,কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে থেকে বালু উত্তোলন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালু উত্তোলনকারীরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: