আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাস আল খাইমাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: 9:37 PM, August 25, 2020 নিজস্ব প্রতিবেদকঃ আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় ঘোষিত সম্প্রতি বিলুপ্ত রাস-আল খাইমাহ প্রাদেশিক কমিটির মত বিনিময় সভা গত ২৪ আগস্ট, রাস আল খাইমার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের প্রতি আস্থা ও দৃঢ় বিশ্বাস রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার আগ্রহ প্রকাশ করলে কেন্দ্রীয় পরিষদ ১৭ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে সংগঠনের মূল ধারার ত্যাগ নেতৃবৃন্দের সমন্বয়ে আগামী ২ (দুই) মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে, রাস আল খাইমাহ প্রাদেশিক শাখার গুটি কয়েক কূচক্রি মহলের কবলে পড়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কেন্দ্রীয় পরিষদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়াতে সংগঠনের অপ-প্রচার করতে থাকলে কেন্দ্রীয় পরিষদ সম্প্রতি জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে রাস আল খাইমাহ প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। প্রাদেশিক পরিষদের অধীন আঞ্চলিক শাখা সমূহ ও একই সাথে স্বাভাবিক ভাবে বিলুপ্ত হওয়ায় নতুন কমিটি গঠনকল্পে আঞ্চলিক শাখা কমিটির যারা কেন্দ্রীয় পরিষদের প্রতি আস্থাবান রয়েছেন তাদের নিয়ে প্রত্যেকটি আঞ্চলিক শাখা পূর্ণগঠন করতে কেন্দ্রীয় পরিষদ নির্দেশনা প্রদান করেন। তারা বলেন, আমাদের কাছে ব্যক্তির সম্মানের চাইতে সাংগঠনিক ব্যক্তিত্বের সম্মান অনেক বেশি তাই আমরা কোন ব্যক্তিকে ততক্ষণ প্রাধান্য দেব যতক্ষণ তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন। যারা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হতে চান তাঁরা আহবায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহিদুল ইসলাম সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: