প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্পের সব সিদ্ধান্ত বাতিল: বাইডেন প্রকাশিত: 7:45 AM, July 10, 2020 অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব সিদ্ধান্ত ‘প্রথম দিনই’ বাতিল করবেন। করোনা সংকটে ডব্লিউএইচও ‘চীনের পুতুলে’ পরিণত হয়েছে অভিযোগে মে মাসেই এ সংস্থার সঙ্গে সম্পর্কোচ্ছেদের ঘোষণা দেন ট্রাম্প। খবর বিবিসির। এ প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে বাইডেন বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নিয়োজিত থাকলে আমেরিকার নাগরিকরা নিরাপদ থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি আবার ডব্লিউএইচওতে যোগ দেব এবং বিশ্বমঞ্চে আমাদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করব।’ SHARES আন্তর্জাতিক বিষয়: