করোনার মধ্যেই চীনের মহাকাশযান উৎক্ষেপণ প্রকাশিত: 4:16 AM, May 7, 2020 আন্তর্জাতিক ডেস্ক:- পুরোবিশ্ব যখন করোনা সংকটে ভুগছে তখন আগামী ডিসেম্বরে চাঁদে অভিযানের পরিকল্পনার কথা জানালো চীন। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ মে) সবথেকে বড় রকেটচালিত মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। নিজস্ব প্রযুক্তিতে তৈরী ১৭৬ ফুট লম্বা রকেটটিকে নতুন প্রজন্মের মহাকাশযান বলে দাবি করেছে দেশটির এরোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশন। হাইনান প্রদেশের ওয়েনচেং শহরের স্পেস লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দ্য লং মার্চ-ফাইভ নামের রকেটটি ওড়ানো হয়। চীনের দাবি, ২৫ মেট্রিক টন ভার বহনকারী রকেটটি একটি স্থায়ী স্পেস স্টেশন চালাতে সক্ষম। পাশাপাশি ৬ নভোচারীকে চাঁদে নিয়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে বলেও দাবি করেছেন দেশটির মহাকাশ বিজ্ঞানীরা। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: