হাসতে নেই মানা প্রকাশিত: 12:30 PM, May 1, 2020 জোকস-১ শিক্ষক: দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? ছাত্র: খুবই সহজ উত্তর, স্যার! শিক্ষক: জানলে বল তাড়াতাড়ি! ছাত্র: মাটিতে, স্যার! জোকস-২ কলেজের মেয়েদের দেখা যায় ইভটিজার পিন্টু কথা বলছে মহল্লার ভদ্র ছেলে মিন্টুর সঙ্গে- পিন্টু: দোস্ত, ওই নারিকেল গাছটায় উঠলেই তো পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের দেখা যায়! মিন্টু: তা যেতে পারে। তবে উপরে উঠে শক্তহাতে ধরে রাখিস গাছ। পিন্টু: কেন? কেন? মিন্টু: না হলে মেডিকেল কলেজের ছাত্রীদের দেখাও ভাগ্যে জুটে যাবে। জোকস-৩ মেয়েটি তাকিয়ে কেমন মুচকি হাসছে! প্রেমিক-প্রেমিকা পার্কে বসে বাদাম খাচ্ছে- প্রেমিক: দেখ দেখ! গোলাপি জামা পরা মেয়েটা আমার দিকে তাকিয়ে কেমন মুচকি হাসছে! প্রেমিকা: ও তো মুচকি হাসছে। আমি যখন প্রথম তোমায় দেখি ৫ মিনিট পর্যন্ত হাসি থামাতে পারি নাই। SHARES জোকস বিষয়: